অনেক চেষ্টা করি বিষয়টা এড়িয়ে যাওয়ার,
চেষ্টা করি অন্যান্য বিষয়ে নিজেকে মাতিয়া রাখার
কিন্তু বারবার'ই আমি ব্যর্থ হচ্ছি।
দুর্বিষহ এই স্মৃতি হয়তো একটা সময় জীবনকে শঙ্কাময় করে তুলবে।
কাঁটা বিছিয়ে দিবে সফলতার পথে,
সহায়ক হবে ব্যর্থ জীবনে যেতে।
আসলে মূলকথাটা হলো মানুষের চাওয়া পাওয়া
সুখের মন্ত্র গাওয়া কখন শেষ হবেনা।
মানব জীবনের সব আশাও কিন্তু পূরণ হয় না।
কখনও বা আবার সুখ মানুষকে নিয়ে ঠাট্টা করে,
না চাওয়াতেই এসে পড়ে থাকে হাতের কাছে,
কিন্তু ধরতে গেলেই দূরে চলে যায়।
বোকা মানব বলে অবজ্ঞার হাসি হাসতে থাকে।
২৬শে ডিসেম্বর ২০১৫ইং
রাত সাড়ে ১১টা।
চেষ্টা করি অন্যান্য বিষয়ে নিজেকে মাতিয়া রাখার
কিন্তু বারবার'ই আমি ব্যর্থ হচ্ছি।
দুর্বিষহ এই স্মৃতি হয়তো একটা সময় জীবনকে শঙ্কাময় করে তুলবে।
কাঁটা বিছিয়ে দিবে সফলতার পথে,
সহায়ক হবে ব্যর্থ জীবনে যেতে।
আসলে মূলকথাটা হলো মানুষের চাওয়া পাওয়া
সুখের মন্ত্র গাওয়া কখন শেষ হবেনা।
মানব জীবনের সব আশাও কিন্তু পূরণ হয় না।
কখনও বা আবার সুখ মানুষকে নিয়ে ঠাট্টা করে,
না চাওয়াতেই এসে পড়ে থাকে হাতের কাছে,
কিন্তু ধরতে গেলেই দূরে চলে যায়।
বোকা মানব বলে অবজ্ঞার হাসি হাসতে থাকে।
২৬শে ডিসেম্বর ২০১৫ইং
রাত সাড়ে ১১টা।
0 Comments