বই আমার গুপ্তধন। সাইফ সিরাজ

পড়তে হবে গড়তে হলে বই ছাড়া নাই গতি
বইয়ের তুমি বন্ধু হলে লাভ ছাড়া নাই ক্ষতি
বই তোমাকে বুদ্ধি দেবে চোখ বাড়াবে মনে
আসল মানুষ তুমিই হবে চিনবে জনে জনে।

রঙধনু রঙ আকাশ দেবে অনেকগুলো সিঁড়ি
দৃষ্টি তোমার গভীর হবে ছুটবে পাতাল ছিঁড়ি
একটা আকাশ ইতিহাসের একটা রাজার গদি
আরেকটা চুপ পাহাড় ভরা চেনায় হাজার নদী

বই তোমাকে পথ দেখাবে সত্য পথে চলতে
সাহস দেবে কঠিন হলেও সত্য কথা বলতে
পাতায় পাতায় রহস্য চুপ জানবে তুমি নিত্য
জ্ঞানের পথে মুগ্ধ হয়ে হাসবে তোমার চিত্ত।

বই পড়ে যে পায় সহজে আলোর পথের দিশা
সমাজ থেকে তারাই আবার হটায় অমানিশা
বইয়ের দেওয়া গুপ্তধনে হৃদয় বিরাট হলে
চুপসে যাওয়া সুপ্ত মনে আলোর মিছিল চলে।

বই না পড়েও বয়স বাড়ে কিন্তু সাহস কমে
নিজের ভেতর না জানা সব দুষ্ট আধার জমে
আড়াল থাকে দশদিকে সব শূন্য মাথা ঘুরে
জানার মত অনেক কিছু লুকিয়ে যায় দূরে।

বই পোকারা সব জিতে নেয় হারে অলস যারা
বই পোকাদের জানার মাঝে পৃথিবী এক পাড়া
বই মানুষের বাড়ায় মেধা হয় বিজয়ী তারা
পাতায় পাতায় আলো হাসে পাঠক আত্মহারা।

সাগর পাহাড় নদনদী আর মহাকাশের তারা
বরফ দিয়ে ঘর বানানো এক্সিমোদের পাড়া
কিংবা চাঁদের আসা যাওয়া কেমনে দেখা হবে
বইয়ের পাতায় সব দেখা যায় পড়তে হবে সবে।

কেমন করে কলম্বাসে আমেরিকা পেল
শাহ জালালের কাফেলাটা ইন্ডিয়াতে এল
বিন জিয়াদের স্পেন বিজয়ের গল্প জানা যাবে
পড়ে পড়ে সব ইতিহাস বইয়ের পাতায় পাবে।

কোন শহরে কী আছে সব দেখার সুযোগ হবে
ঘরে বসেই দেখবে তুমি কে এসেছে কবে
তোমার চোখের সীমানাতে থাকবে শত ছবি
জানবে তুমি বিশ্ব জুড়ে আছেন কারা কবি।

বই তোমাকে আলো দেবে হৃদয় ভরা আলো
সেই আলোতে হটবে দূরে রাতের আঁধার কালো
জীবন হবে স্বপ্ন-সফল জ্ঞানের আলো দিয়ে
বইয়ের সাথে থাকলে সুখি হবে জীবন নিয়ে।

Post a Comment

0 Comments