চন্দ্র-সূর্য সপ্ত আকাশ, পাহাড়, সাগর, নদী
যদি কোনদিন থামকে দাঁড়ায় কিবা ভেঙ্গে যায় যদি,
আমার ঈমান তিল পরিমাণ মলিন হবেনা তবু
আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু।
জাগ্রতকবি মুহিব খাঁন |
অগ্নিগিরির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্তি
গর্দানে খোলা তলোয়ার নির্মম, তেজোদীপ্ত
মরু ঝঞ্জায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু
আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু।
যদি বা হারাই স্বর্গের সুখ, দুঃখের সাগরে ভাসি,
হাসি মুখে প্রাণ দেবো কোরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি
বাতিলের কাছে অবনত শির হবেনা আমার কভু,
আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু।
0 Comments