ছন্দে ছন্দে শিখে নিন ১৮০০শতকের সকল কবিদের জন্ম-মৃত্যু সাল

কবিদের জন্ম-মৃত্যু সাল মনে রাখা বড়ই
প্যারাদায়ক। আসুন কবিতার মাধ্যমে শিখে ফেলি
১৮০০ শতকের সব কবির জন্ম-মৃত্যু সাল।
কবিতাটির প্রত্যেক সংখ্যার আগে ১৮ বসিয়ে
দিলেই পাবেন সঠিক জন্মসাল।মনে রাখবেন,
১৮০০ অতিক্রম করা সাল হচ্ছে মৃত্যুবরণ করার
সাল। ২য় কিস্তিতে ১৯০০ সালের গুলো হবে।
------------------------------
*শিখে নিন বাংলা যুক্ত বর্ণ
---------------
--------------------১ম কিস্তি---------
--------
নজরুল,নার্গিসকে ভালোবেসে কিনেছিল ১৮৯৯
টা ফুল।
১৯৭৬ সালে প্রয়াণে বুঝতে পারল এ ছিল তার
ভুল।
--------------------------------
ঈশ্বরচন্দ্র,চন্দ্রের ন্যায় ফুটালেন গদ্যের রীতি।
২০ টাকার খাতা কিনে তৈরি করলেন ৯১ টা নীতি।
--------------------------------
নীতির পরশে মুগ্ধ হয়ে মধুসূদন নিলেন ২৪ টা
খাতা।
সনেট লিখতে লিখতে শেষ করলেন ৭৩ টা পাতা।
-------------------------------
মধূর কাব্যে মোহিত হয়ে রবি জন্ম নিলেন ৬১
সালে।
ছোট গল্প,উপন্যাস, কবিতা লিখলেন ৪১ রকমের
তালে।
------------------------------
১২ টাকার গোলাপ নিয়ে প্রেম নিবেদন করেছিল
ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৫৯ বার প্রত্যাখ্যাত হয়ে সে প্রেম রয়ে গেল
সুপ্ত।
------------------------------
গুপ্তের প্রত্যাখ্যাত প্রেম নিয়ে প্যারীচাঁদ
লিখলেন ১৪ টা উপন্যাস।
১৮৮৩ সংখ্যাটি মনে রাখিস এতে আছে তোর
জীবনের বিন্যাস।
-------------------------------
৩০ বছরের দীনবন্ধু
ব্রিটিশদের ছাড় দেয়নি ৭৩ সালেও একবিন্দু।
--------------------------------
কাঁঠাল পাড়ার ৩৮ য়ের বঙ্কিমচন্দ্র
চট্রোপাধ্যায়।
৯৪ সালে বহুমুত্র রোগে নিভিয়ে দিল তার
জীবনের অধ্যায়।
-------------------------------
লালনের জেলায় জন্ম নিলেন ৪৭ সালে মীর
মশাররফ হোসেন।
বুড়ো টাকে ১২ টাকার পান দিয়ে বসতে দিলেন
লালন।
-----------------------------------
সিপাহী বিপ্লবের ১৮৫৭ সালে ভবে এল
কায়কোবাদ।
১৯৫১ সালে মৃত্যুবরণ করলেও এ মহাকবির কৃত্বি
যাবে না'কো বাদ।
-------------------------------
নূরজাহানকে ভালোবেসে দ্বিজেন্দ্রলাল
লিখেছেন ৬৩ টা গান।
১৯১৩ সালে ধন-ধান্যের দেশ ছাড়লেন এই
সাজাহান।
-----------------------------
চলিত রীতির ৬৮ টা ভুল ধরে নায়ক হলেন প্রমথ
চৌধুরী।
জ্যাঠামি আর ন্যাকামি ছেড়ে ৪৬ সালে প্রেমের
প্রস্তাব দিতে পারলেন না কবরী।
---------------------------------
দু:খে, কষ্টে ৭৬ টাকা দিয়ে ভাত মিলেনি
শরৎচন্দ্রের মন্তরে।
৩৮ সালে সাহিত্যে সুনাম কামিয়ে চলে গেলেন
নিজ বন্দরে।
----------------------------------
রোকেয়া আর ইসমাইল হোসেন সিরাজী ৮০ তে
৮০।
৩২ শে রোকেয়া ৩১ শে সিরাজী হয়নি'তো
বাশি।
---------------------------------
অমর ভাষাবিদ ৮৫ শির শহীদুল্লাহ।
৬৯ সালে তার প্রাণ নিয়ে গেলেন সুমহান
আল্লাহ্।
---------------------------------


পথের প্যাঁচালিতে ৯৪ টা প্যাঁচ দিয়ে দেন
বিভূতিভূষণ।
১৯৫০ সালে অকালে হলো তার মরণ।
--------------------------------
৯৯ টা হাসনাহেনা দিয়ে সুরঞ্জনাকে বাধা দিতে
চেয়েছিলেন জীবনানন্দ দাশ।
প্রেমের প্রস্তাবে ছ্যাঁকা খেয়ে,খেলেন ৫৪ টা
বাঁশ।
.
ইকারাস চৌধুরী ইকরাম
বিশ্বসাহিত্য কেন্দ্র(আলোর ইশকুল)

ফেইসবুক পেইজঃ বি,সি,এস প্রিপারেশন থেকে সংগৃহীত

Post a Comment

0 Comments