মুসলিম উম্মাহর জাতীয় কবি |
চিত্তে পোষা ক্ষিপ্ত বাঘ?
জল দিয়ে কি যায় নেভানো
অগ্নিগিরির তপ্ত রাগ?
আজ গোলামীর শিকল ছিঁড়ে
জোর কদমে উচ্চ শিরে
ক্লান্তি ভুলে চল মুসাফির
ঘুমন্ত বীর জাগরে জাগ,
সর্বগ্রাসীর গ্রাস কেড়ে আন
উৎপীড়িতের ন্যায্য ভাগ।
.
ভয় দেখিয়ে জয় মেলে না
বৃথাই নিজের ক্ষয় ছাড়া,
মার খেয়ে যে হার মানে না
তার সঙ্গে কি যায় পারা?
হাড় ভেঙে যায় মারের চোটে
তবুও ঈমান গর্জে উঠে
লেজ গুটিয়ে পালায় ছুটে
জালিম শাহীর পাঁয়তারা
বৃথাই কেনো সত্য ন্যায়ের
দীপ নেভাতে চায় তারা?
.
বালির বাঁধে যায় না বাঁধা
উতাল গাঙ্গের মাতাল ঢেউ,
বদ্ধ কারার রুদ্ধ দুয়ার
ভাঙবে আবার নতুন কেউ।
আটকে রেখে মুখের ভাষা
যায় না রুখা বুকের আশা
জাগবে যখন গরীব চাষা
কণ্ঠে আওয়াজ তুলবে সেও,
সেই আওয়াজে উঠবে কাঁপন
অত্যাচারীর মসনদেও।
.
ধর্ম যাদের কর্ম সাধন
বর্ম তাদের মনের বল,
বক্ষ পেতেই রুখবে তারা
লক্ষ বাঁধার বিন্ধ্যাচল।
রক্তে সবার মুক্তি জ্বালা
বন্দিরা সব ভাঙবে তালা
একত্ববাদ করবে আবাদ
মৃত্যু পাগল বীরের দল,
বিশ্ব জয়ের অঙ্গীকারে
জঙ্গীরা সব সামনে চল।
.
শক্তি দিয়ে যুক্তি ঢাকার
নেই অধিকার কারো আজ,
চড়ুই পাখির মার খেয়ে তাই
মরবে এবার ঈগল বাজ।
চলবে না আর জোরের বড়াই
হক বাতিলের চলবে লড়াই
লড়াই শেষে পড়বে ধ্বসে
অবিশ্বাসীর তখত তাজ,
বিশ্ব জমীন হবেই আবার
বিশ্বাসীদের জায়নামাজ।
0 Comments