শ্রমিকেরেও বন্ধু ভাবো- মোহাম্মাদ সা'দী

রাতে-দিনে শ্রম দিয়ে যে
দেশ গড়ে যায় নিত্যরে,
উন্নত দেশ গড়ার আশায়
বেশ নড়ে যার চিত্তরে,

মিল কারখানা মটর কিবা
রিক্সা শ্রমিক যারাই হোক,
ওরাই হল মূল কারিগর
ওরাই দেশের আসল লোক।


কুলি মজদুর আরো যারা
শ্রম দিয়ে যায় রাত-দিনে,

ওরাই হল দেশের চালক
ওদের যেন নাও চিনে।

ওদের সাথে বন্ধু মতন
চলা-ফিরা করোরে,
ওদের পাওনা সব অধিকার
ঠিকমত দাও পুরোরে।

ওদের মূল্য অনেক বেশি
বুঝতে ওরা না থাকলে,
হাড়ে-হাড়ে টের পেতে সব
তোমার ডাকে না আসলে।

শ্রম দিয়ে সে নেয় টাকা তাই
ভেবো না সে গোলাম কেউ,
শ্রমিকেরেও বন্ধু ভেবো
তোমায় বন্ধু ভাববে সেও।

Post a Comment

0 Comments