জাহাঙ্গীর রায়হান। দিন দিন নিজের সাথে বিশ্বাসঘাতকতার পরিমাণ বাড়ছে,
বাড়ছে নিজেকে ধোঁকা দেওয়ার পরিমাণও।
আমি প্রায়ই গভীর রাতে জেগে ওঠি আমার আমির চিৎকার শুনে।আমার আমির কণ্ঠে স্পষ্টভাবে শুনি,
তারপর আমি জেগে ওঠি,
বুঁদ হই ভাবনার জগতে,
ভাবতে থাকি আমার আমিকে নিয়ে।
গভীর রাতে আমার সাথে ভাবনায় যোগ দেয় আমার ভেতরের সত্তা,
সে খুলে দ্যায় আমার চোখ
আমি অনুতপ্ত হই আমার ওপর,
পাপবোধ হয় নিজের কার্যকলাপে,
অশ্রুফোঁটা ঝরে পড়ে চোখ দিয়ে,
ধীরে ধীরে কোমল হতে থাকে চিত্ত।
তারপরে প্রশান্ত চিত্তে আমি ঘুমিয়ে পড়ি।
পরের দিন সকালে আমি ভুলে যাই গতরাতে কথা।পুনরায় শুরু করে দেই পাপের উন্মত্ত উল্লাস। আবার কলুষিত করতে থাকি আমার ভেতরের নিষ্পাপ আমিকে।
এভাবে আমি প্রায়ই হত্যা করে চলছি আমার আমিকে।
বাড়ছে নিজেকে ধোঁকা দেওয়ার পরিমাণও।
আমি প্রায়ই গভীর রাতে জেগে ওঠি আমার আমির চিৎকার শুনে।আমার আমির কণ্ঠে স্পষ্টভাবে শুনি,
"আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই" "আমাকে বাঁচাও"
এমন সব করুণ ধ্বনি।
তারপর আমি জেগে ওঠি,
বুঁদ হই ভাবনার জগতে,
ভাবতে থাকি আমার আমিকে নিয়ে।
গভীর রাতে আমার সাথে ভাবনায় যোগ দেয় আমার ভেতরের সত্তা,
সে খুলে দ্যায় আমার চোখ
আমি অনুতপ্ত হই আমার ওপর,
পাপবোধ হয় নিজের কার্যকলাপে,
অশ্রুফোঁটা ঝরে পড়ে চোখ দিয়ে,
ধীরে ধীরে কোমল হতে থাকে চিত্ত।
তারপরে প্রশান্ত চিত্তে আমি ঘুমিয়ে পড়ি।
পরের দিন সকালে আমি ভুলে যাই গতরাতে কথা।পুনরায় শুরু করে দেই পাপের উন্মত্ত উল্লাস। আবার কলুষিত করতে থাকি আমার ভেতরের নিষ্পাপ আমিকে।
এভাবে আমি প্রায়ই হত্যা করে চলছি আমার আমিকে।
0 Comments