আজ সৃষ্টি সুখের উল্লাসে। (ভিডিওসহ)

১৯২৩সালে রাজদ্রোহিতার অপরাধের বৃট্রিশ সরকার বিদ্রোহী কবি নজরুলকে কারারুদ্ধ করে। নজরুল তখন আলিপুর সেন্টাল  কারাগারে বন্দী। বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত গীতিনাট্য গ্রন্থটি উৎসর্গ করেন নজরুলকে। এতে বিশেষভাবে উল্লাসিত হন বিদ্রোহী কবি। জেলে বসেই সমস্ত আবেগ দিয়ে লিখেন এই কবিতাটি "আজ সৃষ্টি সুখের উল্লাসে"


আজ সৃষ্টি সুখের উল্লাসে- 


মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে। 



আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে- 


বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার -ভাঙা কল্লোলে। 


আসল হাসি, আসল কাঁদন 


মুক্তি এলো, আসল বাঁধন, 


মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে। 


ঐ রিক্ত বুকের দুখ আসে- 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে! 



আসল উদাস, শ্বসল হুতাশ 


সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস, 


ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস, 


গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে! 


ঐ ধূমকেতু আর উল্কাতে 


চায় সৃষ্টিটাকে উল্টাতে, 



আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে! 


আজ হাসল আগুন, শ্বসল ফাগুন, 


মদন মারে খুন-মাখা তূণ 


পলাশ অশোক শিমুল ঘায়েল 


ফাগ লাগে ঐ দিক-বাসে 


গো দিগ বালিকার পীতবাসে; 



আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে 


আজ সৃষ্টি সুখের উল্লাসে! 


আজ কপট কোপের তূণ ধরি, 


ঐ আসল যত সুন্দরী, 


কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, 


কেউ মানিনী চোখের জলে বুক ভাসে! 


তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে 


ঐ তাদের কথা শোনাই তাদের 


আমার চোখে জল আসে 


আজ সৃষ্টি সুখের উল্লাসে! 



আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর, 


আসল নিকট, আসল সুদূর 


আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন 


পাগলা-গাজন-উচ্ছ্বাসে! 


ঐ আসল আশিন শিউলি শিথিল 


হাসল শিশির দুবঘাসে 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে! 



আজ জাগল সাগর, হাসল মরু 


কাঁপল ভূধর, কানন তরু 


বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান 


ভৈরবীদের গান ভাসে, 


মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে। 



মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে। 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে! 


আজ সৃষ্টি-সুখের উল্লাসে!! 



====== 


উল্লেখ্য, গত ১৩ই অক্টোবর শীলিত সৃজনের ছায়ানীড় "সৃজনঘর সাহিত্য ফোরাম" আয়োজিত দিনব্যাপী লেখালিখি কর্মশালায় জাতীয় পর্যায় সমাদৃত আবৃত্তিকার মীম সুফিয়ানের নেতৃত্বে সম্পূর্ণ নতুন মাত্রায় কবিতাটি আবৃত্তি করে সিলেটের আবৃত্তি সংগঠন "সরব আবৃত্তি বলয়"। 

Post a Comment

0 Comments